মদ্যপানের ক্ষতিকর দিক সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল
কদাপি উপকারিতা সম্পর্কে কোনপ্রকার ধারণাও রাখিনি
এমনকি এনিয়ে প্রকাশ্যে কখনো কথাও বলি না!
কেন বলি না জানেন?
বলিনা এজন্যেই যে, 'এটা খেতে অভ্যস্ত নই!'
অভ্যস্ত তো নয়ই, বরং ছোটবেলা থেকেই
মদ্যপানকে নিচুতলার মানুষের নোংরা কাজ বিবেচনা করি
আর ঐ উঁচুতলার ভদ্দরনোকেরা যখন প্রতি পেগে খুশি হয়
তখন বলি, 'তাদেরকে অনুসরণ করে পরকালে জ্বলতে চাইনা'
তাছাড়া উঁচুতলার অধিবাসীরা তো বরাবরই উদভ্রান্ত, পথভ্রষ্ট!
তাইনা?


লালপানি, মানে মদ, মদ মানে শারাব
শারাব বিষয়ে আমরা এভাবেই জেনেছি আর সেটাই শিখেছি,
আমরা! আমরা কারা?
আমরা মধ্যবিত্ত সুশীল সমাজ, সে-ই ছোটবেলা থেকেই
যা-সব শিখেছি তা অক্ষরে অক্ষরে পালন করেছি একদম,
ধর্ম্ম জেনে!
হিইইক,
আজকের লাস্ট পেগটা
'ভদকা উইদ রেডবুল'
পেটে চালান দেবার পরে ঐ সবকিছু আবার মনে পড়ছে!
আমি শৈশবে ফিরে যাচ্ছি...
তোমরা ঘুমিয়ে পড়
আমি রাত্রি দেখি
আকাশ পাহারা দিতে হবে, অক্কে
হিইইক, অকখে, গুউউড না-ই... ট