দিন বদলের হাওয়ায় বন্ধু
এখন বদলে যাচ্ছে সব,
ভোরের আলো ফুটছে ঠিকই
যায়না শোনা পাখির কলরব।


পাখির ডাকে ভাঙত ঘুম
পেতাম শীতের রাতে ওম;
হাড় কংকাল বুড়োটাকে
কেন তখনো ডাকেনি যম!


ফিরোজ মোল্লার দেশে এখন
নাইরে আগের দেশি মাছ;
চারিদিকে যায় না দেখা
তেমন বড় কোন গাছ।


মানুষগুলো অল্পই বাঁচে
অথচ ছুটছে প্রতিজনমে;
শেকড় থেকে ছিটকে পড়ে
এরা বেঁচে আছে কোনরকমে।


রাস্তা পাকা, বাড়ী পাকা
বাড়ীর উঠোন, সেও পাকা;
সাত বছরেও পায়না শিশু
সোনামাখা সোঁদামাটির ঘ্রাণ।


আমার কথায় কি এসে যায়
অল্পবিস্তর, ভাসা ভাসা জ্ঞান;
বলছে তবু ভ্যাজাল মোল্লারা
এই শিশুরা আগামী দিনের প্রান!


কত্ত কিছু ছিল হেথায়
এখন ওসব কিচ্ছু নাই;
বাচ্চু মিয়ারা ব্যস্ত এখন
ওরা আধুনিক হতিছে ভাই!