দিবি?
               দিবি আমায় শুধু একটিবার?
                এই যে এতটুকুন মাত্র!
                এক চামচ পরিমাণ হলেও চলবে!
                 দিবি?
                 দিবি শুধু একটিবার!
                   দিবি!


    না চাইতেই সহস্রবার দিয়েছিস আঁজলা ভরে!
    ঋতুচক্রের সাথে তাল না মিলিয়েই-
    প্রাণভরে দিয়েছিস সাতরঙা কষ্ট!
    নিগূঢ় আনন্দময় কষ্ট!
    কষ্টগুলো ছিল অন্যপ্রকার,
    যেগুলি  শুধুই আমার জন্য নির্ধারিত ছিল!


    প্রতিবারই আনন্দিত হতে চেয়েছিলি -
    আমি কিন্তু কার্পণ্যতা করি নি!
    উজাড় করে দিয়েছিলাম সবটাই!
    আর কিছু অবশিষ্ট নেই- সব তোকেই দিয়ে ফেলেছি!
    আনন্দ বলতে আর কিছুই নেই আমার!


     কখনো কিচ্ছুটি বলি নি আমি
    তোর সাতরঙা কষ্টের ডালি মাথায় রেখে-
    প্রতিটি রং আপন করেছিলাম পরমানন্দে
    তারপর ভালবাসার রং মাখিয়ে-
    অক্ষিনদীর বর্ণহীন জলে ভাসিয়েছি -
    সবার অলক্ষ্যে, সূর্য ওঠবার আগেই।
    যদিওবা ডাহুক পাখিটি দেখেছিলো আদ্যপ্রান্ত
    তবে কথা দিয়েছে কাউকে জানাবে না!
    তুই শতভাগ নিশ্চিন্ত থাকতে পারিস!
        নদীর ধারে যেটুকু লালচে দাগ ছিল, সেইটুকু?
         সেটুকুও ঘষেমেজে  ধুয়ে ফেলেছি একদম
         কষ্টগুলোর কিছুমাত্র অবশিষ্ট নেই আর।
          এখন আমি কষ্টশূন্য!
          একদম কষ্টশূন্য!!


       সত্যি বলতে কী- সুখ দেখি নি কোনদিন!
     আনন্দ আর কষ্টের সমীকরণ মেলাতে গিয়ে
       সুখের সাথে দেখা হলো না একটিবারও!
          এবার না হয় একটু সুখটাকে দেখি
           জানিস খুব ইচ্ছে হয়, সুখ দেখতে!
         খুব করে না হোক অন্তত একচিলতে,
       অন্তত একটুখানি চেখে দেখার মত সুখ!


         তোর কাছে তো এক সমুদ্র সুখ আছে
      সেখান হতে আমায় না হয় অনিচ্ছাবশত  -
        এক ফোঁটা সুখ দিয়েই দিলি
    এত্তটুকুন সুখ আমায় দিলে-
         তোর সুখের সাগর শুকিয়ে যাবে না নিশ্চয়ই!


        দিবি আমায়, একটু সুখ?
                   মাত্র এতটুকুন!
       একচিমটি পরিমাণ, চেখে দেখার মত সুখ!
           দিবি! দিবি! দিবি আমায় একটু সুখ?
                   মাত্রই তো এক চামচ সুখ!
                                                 দিবি!


        প্রথম প্রকাশ : ১২:৩৮/২৫-১২-২০১৭ খ্রি.।