জীবনের গল্পগুলো কেমন যেন ধূসর,
গলা টিপে ধরতে ইচ্ছে করে কষ্টগুলোর;
প্রচলিত নিয়মের বেড়ি ভেঙে দিতে চায় মন,
থামিয়ে দিতে চায়, অসহায় বেঁচে থাকা জীবন।


লোকগুলো অন্যায়ভাবে জেলে গেলো!
সখিনারা দিনদুপুরে ধর্ষিত হলো!
মানুষটা বিচার বর্হিভূত খুন হলো!
বাংলাদেশ ব্যাংক লুট হলো!
হায়-হায় এদেশের কি হলো!!
আহারে,
         দেশ গেলো, দেশ গেলো!!!
          হাহাকার করে বেঁচে থাকা মানুষ গুলো
          মরে গিয়ে চাঁদের দেশে সমাধিস্থ হলো।


থামিয়ে দে,
         হাহাকার করে বেঁচে থাকার তাড়া।
         বাঁচেনি ওরা, বাঁঁচবি না তোরা!
         একবার তো জেগে উঠে দাড়া!!
নইলে-
          তোদের জন্যেও হচ্ছে গোর খোঁড়া।


নেকির খাতা পুরোটাই পাকা
মানবতার খাতা শূন্য, ফাঁকা!!
মরার মত বেঁচে থাকা
নাকি মরে গিয়ে বেঁচে থাকা?