***
চলছে একখান হাওয়াই গাড়ি
থামবে কখন, কে জানে?
সরল পথে চলরে মনা
সত্যকে সুন্দর জেনে।।

কিসের লোভে ছুটছিস মনা
ঘুরছিস কেন কার পিছে?
দমের গাড়ি থেমে গেলে
দেখবিরে সবিই মিছে।।


করছিস কিসের বাহাদুরি
সেজে আছিস সাধু-সাঁই;
মৃত্যু যখন আসবে কাছে
দেখবি তুই আর নাই।।


পাঠাইলো যে এই জগতে
ফিরতে হবে তার কাছে;
কি কামাই করছ মনা
এই দুনিয়াদারীর জগতে।।


হিসাব নিকাশ হবে তোমার
ওই শেষবিচারের ময়দানে;
পাপের ভাগ বেশি হলে
আটকে যাবে পুলসিরাতে।।


সময় থাকতে সোজা পথে
চলরে আমার পাগল মনা,
এই দুনিয়ার সবই মিছে
সঙ্গে কিছুই যাবে না।।


#মৃত্যুপলোব্ধি:
প্রকাশ: ১৭:০৭ মি.
তারিখ: ২০-১০-২০১৭ খ্রি.।