মাঝে মাঝে বলে এই পাগলা মন আমার
বাড়ী ঘর সংসার ছেড়ে হয়ে যাব যাযাবর
সাথে কেউ নাইবা থাকুক, থাকবে কবিতা
ভালবেসে লিখে যাব জীবনের যতকথা ।।


চাঁদ থাকুক, নাই বা থাকুক কি যায় আসে তাতে
থাকব আমি মহাখুশি পেয়াজ আর পান্তাভাতে
একাএকা রইব পড়ে যেখানেই আসুক সন্ধ্যা
স্বপ্নমাঝে জোছনাকুমারীর হাতে পরব বান্ধা।।


জোছনাকুমারী এসে নিয়ে যাবে আমাকে
রাতগুলো কেটে যাবে ভালবাসার আবেশে
ভালবেসে গড়ব আমরা, ভালবাসার মহীসোপান
লিখে যাব ভালবাসি, তোমায় আমি অফুরান ।।


থাকবে না দু:খ কষ্ট, থাকবে না কোন পিছুটান
ভালবেসে চাইবে না কেউ, ভালবাসার প্রতিদান
তোমায় কত ভালবাসি, কেমনে তোমায় বুঝাই
এই বুকে কষ্ট আছে, জমে আছে যন্ত্রনার ছাই ।।