দিনের শেষ প্রহরে ভাবছি
অসহায়ত্ব কার?
সময়ের নাকি নিজের!
ব্যর্থতা কার?
তোর নাকি আমার!
ভাবছি শুধু ভাবছি, শুধু ভাবছি
দিনে ভাবছি, রাতে ভাবছি, সারাক্ষণ ভাবছি-
কে দায়ী?
ভাবতে ভাবতে ভাবনার অতলান্তে পৌঁছে গেছি।
ভাবনারা আজ ডানা মেলেছে
আজকের এই দুর্ভাবনার জন্য কে দায়ী?
অনেক ভেবে দেখলাম-  আমিই দায়ী
সত্যি বলছি- আমিই দায়ী, আমিই দায়ী, আমিই দায়ী।
কেননা আমিই তোকে ভালবেসেছি, বিশ্বাস করেছি
এ দায় একান্ত আমার নিজের।


কেন ভাবছি আজ?
সহস্র বছর আগে বা তারও আগে ভাবা উচিৎ ছিল!
উচিৎ ছিল কিনা বল?
এবার তুই একটু ভেবে দেখ-
ভেবে দেখ কে দায়ী!
কিছু বলছিস না কেন!
হা হা হা, আসলে আমিই দায়ী!
আমি নাহলে কে দায়ী?  কে দায়ী? কে দায়ী?


২৮-১১-২০১৭