***
কিবা করে কিনা করে কবি কিছুই জানে না
সত্য কথা ছাড়া কবি কিছুই বলে না;
মানুষের দুরবস্থা দেখে চোখে ঘুম আসে না
সালাম আদাব জেনো সবাই,সহায় মালিক রব্বানা।


ধর্মভীরু কবি আমি,  ধর্মকানা নই
মানুষের জন্য ধর্ম, মানুষ ধর্মের জন্য নই;
যেই ধর্ম আছে তোমার, সেই ধর্ম মেনো
মানুষের জন্য ধর্মের সৃষ্টি একথাটি জেনো।
ও ভাই, এ কথাটি জেনো।।


এই দুনিয়ার মানুষগুলির দেখ কত ঢং!
নানানরকম মুখোশ পড়ে সেজে আছে সং!!
ও ভাই, সেজে আছে সং!!


মানুষের চেয়ে ভাইরে বেশী ভাল কুকুর!
কখনো করে না চুরি অন্য কারো পুকুর;
ভালবাসার কথা বলে মানুষ ডেকে নেয়রে কাছে
বুকের মধ্যে বসায় ছুরি খলখলিয়ে হাসে।।
ও ভাই, খলখলিয়ে হাসে।


দিনের বেলায় বলে তারা ধর্মকর্মের কথা
রাতের বেলায় ওদের মধ্যেই কুকর্মের হোতা;
নুরু মিয়া করলে চুরি হয়রে মহাপাপ
তাদের কথা যায়না বলা, চুপ করে তুই থাক।
ও ভাই, চুপ করে তুই থাক ।।


মানুষে মানুষে করছে কত প্রকারভেদ
বানাইয়া রাখছে ধর্মে কতরকম ছেঁদ;
আল্লাহ রাসুল ভুলে করছে অন্যরকম কিছু
বোঝেনা'রে যমদূত ওদের ঘুরছে পিছুপিছু
ওরে ভাই, যমদূত ঘুরছে পিছুপিছু।।


মানবতার চেয়ে বড় ধর্ম কিছুই নাই
মানুষের মাঝে এখন মানবতাও নাই;
দুর্বলের উপরে চলে সবলের অত্যাচার
মানবতা ভুলে করছে হরদম পাপাচার।
ওরা, করছে হরদম পাপাচার ।।


পাপাচারের বিরুদ্ধে কইলে কিছু, করলে প্রতিবাদ
ফেলবে ভীষণ বিপদে তোমায়, পেতে রাখবে ফাঁদ;
বিনা দোষেই হবে তোমার ভীষণ অপরাধ
সেই ভাল বরং কবি, চুপ করে তুই থাক।
ও কবি, চুপ করে তুই থাক।।


এসব কথা শুনে যদি লাগে মনে কষ্ট
মাফ করে দিবেন সবাই, বলে দিলাম স্পষ্ট;
আজকের মত আসি তবে, সকলকে শুভরাত
কত কাজকাম পড়ে আছে, হোক সকলের সুপ্রভাত।
ও ভাই, হোক সকলের সুপ্রভাত।।


(পুঁথিকাব্য)
২১:১৩/০৫-১০-২০১৭