ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছ কেন ভাই?
মানবতার চেয়ে বড় ধর্ম কোথাও নাই;
হাসি ফোটাও যদি তুমি নিপীড়িতের মুখে
সৃষ্টিকর্তা বাসবে ভাল রাখবে হরেক সুখে।।


আল্লাহ বলো, যীশু বলো, বলো ভগবান
মানুষেতে বাস করে সে, হয়েছে মহীয়ান ;
এই দুনিয়ার মায়া মোহ নয়তো বড়কিছু
মানবপ্রেম করলে খুশি হয় ভগবান যীশু।।


মানবপ্রেম যার মাঝে নেই সেইতো নরপশু
মানবক্ষতি হয়গো যদি মাফ করবেনা আল্লাহ-যীশু;
এই দুনিয়ার আর কোথাও, নাই ভগবান নাই
মানুষের মাঝে আল্লাহ-রাসুল, সব খুঁজিয়া পাই।।


মানুষ ভজ, মানুষ রচ, করো মানব বন্দনা
এই দুনিয়ায় তুমি আমি কেউই রইব না;
আল্লাহ যীশু ভগবানের দেখিনা কোন ভেদ
করছ তবে কিসের বড়াই, করছ ভেদাভেদ।।


স্বর্গ-নরক, বেহেশত -দোজখ কিছুই দেখিনা
মানুষের মাঝে সবই আছে, কোথাও খুঁজিনা।।


২৩-৮-২০১৭
০১.৪৪