কবি সত্যিই তুমি দুর্দমনীয়!
ক্ষমতার উচ্চ শিখরে আসীন-
ওই ভন্ড সাধু, বক ধার্মিকের বিরুদ্ধে-
সদাজাগ্রত সচল তোমার কলম।


সত্যিই কবি তুমি নির্ভীক!
মৃত্যুভয় কখনওই তোমাকে করেনি তাড়া,
বরং মৃত্যুদূত তোমাকে দেখে সবেগে-
হাপিত্যেশ করে দৌড়ে পালিয়েছে!
অন্যায়, অবিচার আর শোষকের বিরুদ্ধে-
সমশের হয়ে উঠেছে তোমার কলম,
তুমি দুর্বার, তুমি দুর্মর, তুমি শোষকের প্রতি হুংকার।।


সবুজ প্রকৃতি লালিত হয় তোমার বুকে
ইট পাথরের পৃথিবী থেকে ভেসে আসে-
সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর ভাবাবেশ;
তোমার প্রতিটি কথা একেকটি স্বপ্ন!!


কবি,
কোনকালে তোমার ছিলনা কোন স্বদেশ
পুরো পৃথিবীই তোমার নিজের দেশ!
তোমার মৃত্যু নেই, তুমি অবিনশ্বর
তুমি মিলেমিশে হয়ে আছো একাকার,
যুগে যুগে কালে কালে এসেছ তুমি;
তোমার জাত নেই,  পাত নেই-
ভালবাসার মৈত্রীসূত্রে বেঁধেছ জগত সংসার;
কবি,
       তুমিই স্বপ্ন, তুমি সত্য, তুমি প্রতিজন্মে সুন্দর ।।


(বিগত, আগত, অনাগত সকল কবিদের জন্য নিবেদন করলাম)
২৫.০৮.২০১৭
১৪.৪৯ মি.।