প্রিয় কবিতা,
দিকেদিকে আজ তোর জয়ধ্বনি
কোকিল কন্ঠে সুললিত তোর জয়গান।
তোকে ভালোবাসি আপাদমস্তক
আর তাই নির্মল গর্বে ভরে যাচ্ছে এ বুক
আত্ম অহমিকায় সুউচ্চ আমার এ শির।
আমি ভেসে যাই, তোর প্রেমগাঙে ভেসে যাই
ডুবে যাই, কতশত হাবুডুবু খাই।।


কেন তবে আজ - প্রশ্নেরা খেলা করে?
সেই পুরনো প্রশ্ন আবারো আন্দোলিত করে!
কবিতা, সত্যিই কি তুই আজও বন্দিনী?
এখনো সেই পিচাশের নগ্ন থাবায় জর্জরিত!


আজও কেন অচেতন তোর শরীর মন কিংবা পৃথিবী?
যদি মুক্ত হয়ে থাকিস, তবে মনখুলে কথা বল
তোর প্রাণখোলা হাসিতে কম্পন সৃষ্টি করুক,
ধুয়েমুছে সফেদ সতেজ হোক,
ধূলিধ্বজা নোংরা পচা এই মর্ত্যলোক;
পবিত্র হয়ে উঠুক আমাদের ভালোবাসা।


বুঝে গেছি, আমি সব বুঝে গেছি.....!
কেন তোর স্বরনালী স্তব্ধতায় আকণ্ঠমগ্ন?


তবে কী লাভ আমার?
কি হবে গেয়ে তোর মিথ্যে জয়গান?
যখন নির্মম সত্যগুলোও তোর কন্ঠে ধ্বনিত হয় না,
সত্যটাকে পাশকাটিয়ে যেতে পারিস নির্দ্বিধায়!
তখন কেন তোর জন্য আজ এই দিবস পালন?
আর কেনইবা আমাদের মিথ্যে পরিনয়?


[কবিতা দিবসে, কবিতাকে উপহার]
*********************
প্রকাশকাল: ০৭:০৪
২১-০৩-২০১৮ খ্রি.।