আমি চাই না তোমায় বিদ্রোহী
চাই না মিথ্যে কথার ফুলঝুরি
আমায় ধর্ষিত হতে দাও!
আমায় ভাগ্যের কাছে সঁপে দাও!
তোমার পান্ডুলিপি পুড়িয়ে-
আমায় স্বাধীনতা এনে দাও।


তোমার কবিতা দিয়ে আমার কি হবে?
আমি জন্ম থেকেই ক্ষুধাতুর, নিপীড়িত, ধর্ষিত
তোমার পাণ্ডুলিপি আমায় কি দিয়েছে?
দিনকেদিন যন্ত্রণাক্লিষ্টতা বাড়িয়েই দিচ্ছ।


অনেক খ্যাতিমান হয়েছ-
আমার ক্ষতবিক্ষত জীবনের গান গেয়ে,
আর কি চাও তুমি স্বার্থপর?


এবার অন্তত বাঁচতে দাও এই অবলাকে।
শুধু শুধু আমায় নিয়ে আর কাটাছেড়া কোরো না,
হিংস্র হায়েনারও হাত মুখ পেট থাকে,
ওদের চাহিদা পূরণধারা অনেক উন্নত;
তবে তোমরা কেন উন্নত হবে না?


শুধুমাত্র মানব নয়, মানবিক হও কবি
তোমাদের সব পাণ্ডুলিপি বিকিয়ে দাও;
কি চেয়েছি আমি?
শুধু মানুষেরমত বেঁচে থাকার অধিকার চাই,
তোমার কবিতায় বিদেহী আত্মা হতে চাই না।
এক জীবনেই পুনর্জন্ম চাই আমি
পরজনমের পুনর্জন্ম কে দেখেছে?


আর কতবার আমার হাড় মাংস ওজন করবে?
কতবার আমার স্তন, উরু, যৌনাঙ্গের তদন্ত করবে?
তোমাদের সমস্ত পান্ডুলিপিতে আমার চোখের জল!
আমার চোখের জলের কী দাম দেবে তোমরা? তোমাদের ছলাকলা বিষিয়ে তুলেছে
উফ! কি যন্ত্রণা!  


আমি চাই না তোমায় বিদ্রোহী
চাই না মিথ্যে কথার ফুলঝুরি
আমায় ধর্ষিত হতে দাও!
আমায় ভাগ্যের কাছে সঁপে দাও!
তোমাদের পান্ডুলিপি পুড়িয়ে
আমায় স্বাধীনতা এনে দাও।