এক দুই সাড়ে তিন
ক'দিন পরে ঈদের দিন;
চোখে আমার নাইরে নিদ
ভীষণ মজার আসছে ঈদ ।।


ঢাকা থেকে ছাড়ছে গাড়ি
আসছে মামা ঈদে বাড়ি;
নানীর জন্য আনবে শাড়ি
আমার জন্য খেলনা গাড়ি ।।


মামার আছে অনেক টাকা
সুন্দর গাড়ি সুন্দর চাকা;
মামার সাথে আসবে মামী
সাথে তাদের মেয়ে সিমি ।।


ঈদের আগেই এলো মামা
গায়ে কত সুন্দর জামা!!
গাড়ি থেকে নামল মামা
বলল"তোরা শোরগোল থামা"।।


নাম শুনেছি মামার কত!
হয়নি দেখা একবার মাত্র
আমি কি আর বলতে পারি
তখন ছিলাম পিচ্চি বুড়ি।।


কতদিন পরে এলো মামী
হাতটা একটু ছুঁয়ে দেখি;
বলল মামা 'একি একি-
জাত কূল খাবি নাকি'?
ঝাটকা মেরে হাতটা নিল ছেড়ে
বলল আমায় 'চিনছিনা তুই কেরে'?


ঈদের খুশি গেল কোথায়!
মানুষ চেনে মামা- মামী-
দামী কাপড় আর জুতায়!


২৮-৮-২০১৭
০০.৪৭ মি.