আপনার মত আপন হয়ে, যে আমায় নিয়ে ভাবে
হাসি-কান্না ভাগ করে নেয় আপন স্বভাবে
যে আমার সুখে সুখী হয়, দু:খে আতকে-কাতরে উঠে
সে আর কেউ নয়, সে আমার বন্ধু।


ভাল-মন্দের পার্থক্য করে দেয়
ভূলগুলো শুধরে নেয়ার অব্যর্থ সূত্র বাতলায়
যাকে অনায়াসে বিশ্বাস করা যায়
সে আর কেউ নয়, সে আমার বন্ধু।


অব্যক্ত শত সহস্র শব্দাবলী যার সাথে ভাগ করা যায়
বেসুরো গানের মনোযোগী শ্রতা হয়ে যে তালি বাজায়
আবোলতাবোল কথামালা যার কাছে কবিতা হয়ে যায়
সে আর কেউ নয়, সে আমার বন্ধু।


কখনো মাতৃরুপে সোহাগ করে, পিতৃরুপে শাসন
পরক্ষণই পেতে দেয় বন্ধুত্বের সিংহাসন
রাগ করে সে, গান করে সে, করে অপশাসন
সে আর কেউ নয়, সে আমার বন্ধু।


সময়গুলো ব্যপ্তি হারায়,নয় যেন ২১ জুন
আগুনবরণ সূর্য যেন হারায় তাপান
যার সদা জাগ্রত বীরের ভূষণ
সে আর কেউ নয়, সে আমার বন্ধু।


চায়না কিছুই, নেয়না কিছুই
দিতে পারাতেই খুশি
অল্প পাওয়ায় দেয় সে নিস্পাপ হাসি
সে আর কেউ নয়, সে আমার বন্ধু।


নেই ভেদাভেদ,  যেন একই মায়েরপেট
নেই কোন উঁচুনিচু
না বুঝেও বলে দেয়, 'হ্যা,  এটাই লিচু'!
সে আর কেউ নয়, সে আমার বন্ধু।


বাকযুদ্ধ, মাঠযুদ্ধ, স্নায়ুযুদ্ধ সবই যেন সৃষ্টি
একথা ওকথা, কথায় কথায় যাবজ্জীবন ফাঁসি!
কত কথকঠাকুর মারে অট্টহাসি
তারা আর কেউই নয়, তারা আমার বন্ধু


রাজ্যপাট কিছুই নাই, সবাই রাজা-সেনাপতি
পাইক পেয়াদা পয়দা করে গড়েছে মহাসিন্ধু
এরা আর কেউই নয়, এরাই আমার বন্ধু....


২৫ জুন,২০১৭
(বন্ধুদের জন্য)