সুখেদুখে লোকের মুখে
যেই কথাগুলি ভাসে
লিখন পটুয়ার মানসপটে
সেই ভাষা বুলি আসে।


শতবর্ণের কত রংকালি
কাগজে ললাটে মেশে
সময়চিত্র মলাট বন্দি
পাঠকেরা মৃত বেশে।


বই চাপিয়ে পটুয়া কবি
জ্ঞানীগুণী বেশে ধ্যানমগ্ন
বৃদ্ধ কৃষক বাঁচুক মরুক
তিনি নগ্ন প্রসারে মগ্ন!


=============
_________________
ভ্যাজাল দুধে বোতল ফ্রি
   ইবনে মিজান
_________________  
    
হামেদ সাবের কতায় মজাই মজা!
But কিন্তু What কি!
মনুরে
পিটনি দেয়া অপরাধ ৯ কি?
নেরাপদ খাদ্য উপ্পাদোন নাহলে -
সব খাবারেই ভ্যাজাল দুধে বোতল ফ্রি!
যকন বেবাকেন্তে এই অবস্তা, তাইলে কী খাই!
কন তো ?  
But কিন্তু বলেননি What কী খাই?
দুম করে বলেনচে- অল্পেকটু চেষ্টা করি বইলতেই পারেনযে- দুধ পান করলে শাস্তি তিনমাস!
না খাই নাখাই!
জিগানচে কী নাখাই?
দুধ!
হুম, ঠিক শুনিচেন হামেদসাব!
দুদদুদ -আরে ভাই দুদনাখাই!
Why ক্যান, জিগানচে ক্যান নাখাই?
ভ্যাজাল সাব, ভ্যাজাল - সবেতে ভ্যাজাল
আরেবভাই দুধের বোতল ফ্রি দেয় নাই তো!
ট্যায়ার বিনিময় ভ্যাজাল দুদে বোতল ফ্রি!!!
তারচে বরং কিচুই নাখাই।


But কিন্তু What কী!
বলেনচে ভ্যাজাল সাব?
What খাই? What খাই?
দুদের চাইতে মদেই ভালা
চলেনসাব মদেই খাই..!


_____________