লালমনিরহাটের "হাতীবান্ধা"
বর্তমানে দেশের বিখ্যাত একটি উপজেলার নাম।
আজকাল ফেসবুক খুললেই হাতীবান্ধার খবর পাওয়া যায়! ছোটকালে দৈনিক ইত্তেফাক, বিটিভি আর রেডিওতে বহু দেশের বহু খবর পড়েছি-দেখেছি-শুনেছি।
সেসময়ে এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনার বিষয় দু'চার দশদিন পরে জানা যেতো। যেসবের সত্যাসত্য নিশ্চিত নই, গুজবেও সয়লাব।
আর এখন?
এখন তো হাতের মুঠোয় হাতীবান্ধা এলাকার খবরাখবর
যখন-তখন যেখানে সেখানে নেট থাকলেই পাওয়া যায়!  
তাহলে?
কী বলবেন মশাই?
"অবশ্যই, হাতীবান্ধা একটি বিখ্যাত উপজেলার নাম!"


খবর শুনুন...
এখানে প্রায় প্রতিদিনই মাদক কারবারিরা ধরা পড়ে
আমরা ফেসবুকে খবর পাই
গরম খবর...
হাতীবান্ধার সীমান্ত এলাকায় বিদেশী অস্ত্র ও মাদক উদ্ধার
আমরা ফেসবুকে খবর পাই
হাতীবান্ধার সীমান্তে গুলি খেয়ে মরেছে মেছের আলীর দল
আমরা ফেসবুকে খবর পাই
খর্পো নদীর কিনারে অজ্ঞাত কিশোরীর লাশ
আমরা ফেসবুকে খবর পাই
পরিষদের ভেতরে জোড়া খুন, নিহত শিশু ও কিশোর
আমরা ফেসবুকে খবর পাই
ভাবা যায়?
এসব খবর এখন আমাদেরই হাতের মুঠোয়!
ব্যাপারটা সত্যিই চমৎকার.. তথ্যপ্রযুক্তির বিরাট উন্নতি!
ওদিকে,
কারা যেনো টিআর কাবিখা উন্নয়ন প্রকল্প গিলে খায়
আমরা ফেসবুকে খবর পাই
তাঁরা লাঠালাঠি কিলাকিলির কুরু-পাঞ্চাল যুদ্ধও করে মশাই
আমরা ফেসবুকে খবর পাই
কুচিয়ামোড়া এলাকার জমিদার কন্যা প্রেমের টানে হাতীবান্ধায়
আমরা ফেসবুকে খবর পাই
কোমলমতি শিক্ষার্থীর গায়ে শিক্ষকের লালসার হাত  
আমরা ফেসবুকে খবর পাই
তিস্তার পানিতে ডুবে যাওয়া  বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাতিকে উদ্ধার করতে গিয়ে নানার মৃত্যু
আমরা ফেসবুকে খবর পাই
হাতিবান্ধায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য আটক
আমরা ফেসবুকে খবর পাই
বলৎকারের শিকার নয় বছরের 'রুপাই'
আমরা ফেসবুকে খবর পাই
যৌতুকের দাবিতে নির্যাতন, পিটুনিতে মরে নাই 'মাছিরন'
আমরা ফেসবুকে খবর পাই
শালীর সাথে বাঁশের ঝাড়ে ধরা খাইছে দুলাভাই
আমরা ফেসবুকে খবর পাই!
বালুর মাঠে আলুর তরকারি ফ্রিজের ভেত্রে আরসি-কোলা
আমরা ফেসবুকে খবর পাই!


থামুন থামুন-
আচ্ছা,
ফেসবুকে অপ্রকাশিত
এমন কোনো খবর নাই?


আছে তো,
অবশ্যই আছে, থাকবে না কেন?
"ইদ পুনর্মিলনী ক্রিকেট কার্নিভাল-২০২৩
অংশগ্রহণ করেছে সাড়ে পাশশো খেলোয়াড়!"
"হাতিবান্ধার ঘন্টু মিয়া ল্যাঞ্জা বেচে কোটিপতি
সেই ঘন্টুর ছেলে 'ঘন্টা'ই ভবিষ্যতের রাষ্ট্রপতি!"
"শেখ হাসিনার উপহার বীর নিবাস মুক্তিযোদ্ধার
কাজের মান নিয়ে অনেকেরই খুতখুতি, সংশয়!"
"ভুট্টা চাষে দিন ফিরেছে বদরুল এবং নজরুলের"
"একই কলেজে তিনজন প্রিন্সিপাল, গেম খেলছে সাংবাদিক"
"স্বামীকে আটকে রেখে স্ত্রীর অন্যত্র বিয়ে!"
"প্রত্যন্ত গ্রামের কলেজে রবীন্দ্রোৎসব, সরকারিতে খবর নাই"
"দিনদিন কমছে জীবনযাত্রার মান, ইটের ভাটায় স্কুলছাত্র "
"খেলার মাঠে গরুছাগল, ক্রীড়াসংস্থার খবর নাই"


এরকম ভালোমন্দ সবকিছু মিলিয়েই তো খবর!
তাই না মশাই?


তাহলে?
এ-ইসব খবর কেন ফেসবুকে নাই?
এই খবর ওই খবর আর ঐ খবর...
এগুলো খবর তো কোথাও দেখি না!
কেন দেখি নাই?


বলছি বলছি, শুনুন মশাই...
কিছু খবর প্রকাশযোগ্য কিছু খবর চেপে যাই
তাছাড়া, এইসব খবরে সবার অতো আগ্রহ নাই!
সুবিধামতো মর্জিমাফিক যা-কিছু দেখায়
সে-তো আমাদের মহান সাংবাদিক, 'পিয়ো ভাই'
আমরা তাহার চোখেই দেখতে পাই!
তবুও তো কিছু খবর পাই।
ইত্তেফাক, বিটিভি আর রেডিও?
হাহ, ওসবের আর বালাই নাই।


কী-ই, কিছু বুঝলেন মশাই?


লালমনিরহাটের হাতীবান্ধা;
দেশের বিখ্যাত একটি উপজেলার নাম।