প্রিয়ভাষী বন্ধু তরুণ
শোনো একটা কথা বলি
নিন্দক আমার বন্ধুপ্রতিম
দিয়ো না তারে গালি!


পথেঘাটে যেথাসেথা
সে খোলে মাছের ডালি
মৃতভায়ের মাংস খেয়ে
খুশিতে বাজায় তালি!


নিজের তলা উদোম রেখে
অন্যের ফুটো খোঁজে
নিজেই নিজের নিলাম ডাকে
মানের ফালুদা বানায় শেষে


কাজেকর্মে হয়ো নাগো
গোপন শত্রুর নিন্দক
নইলে কিন্তু যাবে খুলে
আপন পাপের সিন্দক


অন্যের দোষ রাখলে ঢেকে
হয় কি রে ভাই পাপ?
আমিতো বুঝি পাপ করলে
মাফ করে না বাপ!


"রাষ্ট্রপক্ষ হইতে দায়েরকৃত মিথ্যা মামলার সংখ্যা আশংকাজনক! নাগরিক নির্যাতন বন্ধ করুন।"


।নিন্দক।
______________
পাঁচ। দুই।দুই হাজার উনিশ