না!  


না শুনে  'না',
কেউ বড় হয়না এখানকার
শিশুবয়স হতে এরা শুনেছে 'না' সহস্র বার।


না শুনে 'না' বেড়ে উঠেছে কেউ?
সে কপাল কার?


চকোলেট,  খাবি না,
দাতগুলো থাকবে না।
গাছে, উঠিস না,
হাত-পা থাকবে না।
পুকুরে, নামিস না,
সাঁতরাতে পারবি না।
একা বাইরে,  যাবি না,
নিরাপদ থাকবি না।
গতিময় বাইক, চালাস না,
জীবিত থাকবি না।
নুতন কিছু, করিস না,
ফল ভাল হবে না।
খেলতে, যাবি না,
পড়াশোনা হবে না।
বন্ধুদের সাথে, বাইরে ঘুরবি না,
ওরা ছেলে হিসেবে ভাল না।
গলা ছেড়ে গান, গাইবি না,
সম্মান থাকবে না।
রোদেলা দিনে, বেরুবি না,
গায়ের রং থাকবে না।
বৃষ্টিতে, ভিজবি না,
সুস্থ থাকতে পারবি না।
ট্রেনে উঠে, দরজায় দাঁড়াবি না,
বাসের ছাদে, উঠবি না।
পড়ে গেলে বাঁচবি না,
প্রেম, করবি না,
ভবিষ্যৎ থাকবে না।
রাজনীতি,  করবি না,
রাজনৈতিক লোক ভাল না।
রাতে, জেগে থাকবি না,
বুদ্ধিগুণ থাকবে না।
প্রতিবাদ, করবি না,
সহমত পাবি না।
সত্য স্বাক্ষ্য, দিবি না,
টিকতে পারবি না।
ধুমপান, করবি না,
স্বাস্থ্যের জন্য ভাল না।
এলকোহল,  নিবি না,
বেশিদিন বাঁচবি না।
প্রেম পত্র, লিখবি না,
মাথা ঠিক থাকবেনা।
রাত জেগে টিভি, দেখবি না
কিছু করতে গেলে, পারবি না


সর্বক্ষণ 'না' শুনতে শুনতে
সত্যিই, এরা "না" হয়ে যাচ্ছে,
'না' ভাল, কিন্তু সর্বক্ষেত্রে 'না'।


না! না! না!
সত্যিই এরা আর না শুনতে চায় না!
না' শুনতে শুনতে, কিছুই আর ভাবতে চায় না!
নুতন কিছু, করতে পারে না!
সৃজনশীলতা, থাকে না!


হ্যা, কর, দেখো, ঘুরে এসো, যাও, গাও
এদেরকে, বড় হবার সুযোগ দাও;


হ্যা' বলো.......'হ্যা'