তোর চোখ অনাহারীর যোনিতে
তার চোখ ভাতের হাড়িতে!
খিদের মূল্য চুকিয়েও__
পাপের উদ্রেক ঘটে গেল!
বুঝে আসে না,
জ্বালাময়ী পেটে কিসের পাপ?


শুনেছি,
নিয়তি উপর থেকে নির্ধারিত
তাহলে এটা!
এটা কী ধরনের নির্ধারণ?
আর ঐ পাপের দায় কার?
মাথায় ঢোকে না, কিছুতেই ঢুকছে না!


যাইহোক,
বিশ্বস্ত বার্তাবাহক জিব্রিল পদচ্যুত হননি বলেই জানি;
আশাকরি, বাহক মারফৎ বিষয়টি অবগত করবেন।


জগতে ___
ঢের দেখেছি, কুকুর;
অনেকেই গৃহপালিত
তারা খুশিতে আদুল হয়।
কেউকেউ বাধ্য হয়েই
কখনোবা ___
একমুঠো ভাতের জন্যই!


আপনিই বলুন,
এসব কি মেনে নেয়া যায়?
যায় না, যায় না, যায় না!
ভীষণরকম অসহ্য লাগে।


আপনি সর্বজ্ঞ!
তাই বলি, হে শক্তিমান
প্রচলিত বন্দোবস্ত পদ্ধতিতে পরিবর্তন হোক।


°
°
°
পরিহাস
_____________ রশিদ ভাই।
তেইশ সাত কুড়ি