পতিতা


আকাশের মন'টা সকাল থেকেই অন্ধকার,
তবে একপশলা বৃষ্টি হলে ভালই হতো,
টিনের চালে বৃষ্টির রিমঝিম থাকতো ;
বৃষ্টির জল গড়িয়ে যেত বারান্দার সামনে
দরদর করে পানিগুলো ছুটে যেত পুকুরের দিকে
একটা কবিতা লিখতে পারতাম!!!


মানুষের  ছুটে চলা নিরন্তর
এঁরা না'কি আলোর পথে-
সভ্যতার শুরু থেকেই ছুটছে!
বৃষ্টি হলে এঁদের নিরন্তর ছুটেচলা
ছাঁইপাশ ভেবে একটা কবিতা লিখতাম!!!!


প্রকৃতির নিয়মটাও বদলে গেছে
রঙ - ডঙটাও যেন গিরগিটী সেঁজেছে
কখন কি হচ্ছে বলা মুশকিল!
ঠিক যেন ছূটে চলা মানুষগুলোর মত;
বৃষ্টি হলে প্রকৃতির রং-রুপ বদলানো
এসব ভেবেই একটা কবিতা লিখতাম!!!!


নারীদেহে আসক্ত প্রিয় বন্ধুটি জানালো ;
শরীফা নাকি এখন পতিতা!
বিশ্বাস করতে মন সায় দেয়নি,
অকর্মা কবির দোলাচলে কি এসে যায়?
বন্ধুটি কিন্তু পতিত হয়নি!
বৃষ্টি এসো গেল, শরীফা'কে ভেবেই নাহয়
একটা কবিতা লিখে ফেলি;
কিন্তু তা কি'করে হয়?
সে তো পতিতা!!