দেয়ালের বহিরাংশে তোমাদের পৃথিবী
বেঈমানেরা কেউ যাবে কি দেখে, কি সুখে আছি!


যার যেমন কর্মগুনে এসে পড়েছে জেলে,
এখানে প্রভাকর কঠিন নিয়ম মেনে চলে;
সূর্যোদয়ের আগেই ঘুম ভাঙতে হবে সেলে,
চার-চার করে বসতে হয় হিসাব মেলাতে গেলে;
সকাল হলেই পাঠালি গুড়,শুকনো রুটি মেলে
এই পৃথিবীর সকলেই তা গোগ্রাসে গিলে।।


দেয়ালঘেরা পৃথিবীতে এরা ৬০০ জন
সবাই যেন চিরচেনা, অতি আপনজন
কেউবা কেঁদে কূল পায়না, কেউবা খোঁজে মরণ
অপরাধী নয়তো সবাই, বিধাতার এ কেমন আচরণ?
মা আসে, বৌ আসে, আসে কত স্বজন
কেঁদেকেটে বুক ভাসায়, মুক্তি প্রয়োজন।।


মানুষের নাই মূল্য কোন, তার সাথে হয় অত্যাচার
খোদার কাছে নালিশ করারও নাই কোন উপায়ান্তর,
মানুষ যেন মানুষ নয়, গোবাদি পশুর ছানা
একদিন অত্যাচারিত মানুষগুলো করবে সব ফানাফানা।।


মিথ্যা দোষে অপরাধী এত! সামান্য কিছু দোষী,
বিনাদোষেই সাব্যস্ত দোষী, আজীবন কারাবাসী!
ভাগ্যাহত মানুষগুলো নিজভুমে পরবাসী,
ষড়যন্ত্রীর হবে কি বিচার, পরাতে গলায় ফাঁসি?


বিধাতার কি নাইরে বিচার?
কে থামাবে অন্যায় অবিচার?
                                                           (সং ক্ষে পি ত)