***
বোবাকালা অন্ধের চোখে অশ্রুজল!
হ্যাঁ, সত্যিই বলছি-
ওদের চোখের জল আজ রক্তবর্ণ!
অপারগতা বেয়ে পড়ছে দুচোখে;
তোমরা কেউ দেখেছো?


চেয়ে দেখো, ওরা কাঁদতে পারে?
ওদের মনের দুয়ার সচল
দুখে কাঁদে, সুখে কাঁদে
ওরা শুধুই কাঁদে!
কেন কাঁদে?
- ওরা অসহায়, অক্ষম!


রোহিঙ্গাদের লাশের মিছিল
নির্বিচার গণহত্যা, মৃত্যু চিৎকার
ওরা দেখেনি, শোনেনি
তবুও ওরা দেখেছে!
- হ্যাঁ, সত্যিই দেখেছে ওরা!
শকুনীর পাখার ঝাপটা থেকে ধেয়ে আসা
একপশলা বৃষ্টিবাতাসে অলিন্দের স্পন্দন
সব বুঝিয়ে দিয়েছে ওদের!
ওরা সবকিছু দেখেছে, শুনেছে, বুঝেছে !


ওরা অসহায়, দুর্বল, পরাজেয়।
ওরা কাঁদে, অঝোরে কাঁদে
ওদের সাথে আকাশ কাঁদে, বাতাস কাঁদে,
জোছনাকুমারী কাঁদে, নাফ কাঁদে, আরাকান কাঁদে
হৃদয়ের অলিন্দ কাঁদে।
ওরা জন্মান্ধ, বোবাকালা,
তাই কাঁদে, শুধু আহাজারি করে - আর কাঁদে!


- তোদের কি নেই?
তোদের চোখে জল কেন?
কেঁদেকুটে লাভ কি বল?
এবার যা, মৃত্যুর মিছিল বন্ধ করে আয়;
গলাটিপে ধর এই অন্যায়ের।।