ভাত,
সকল জাতপাত ধর্মের মানুষ খায়
ভাতকে সার্বজনীন খাদ্য বলা যায়
কেউ দরগায় শিরনী দেয়, কেউ মন্দিরের প্রসাদ খায়।


তরকারি,
জাতপাত ধর্ম মেনে চলে
কেউ গরু খোর, কেউ পাঠা খোর কেউবা শাকাহারী
সকলে খায় আবার যুদ্ধ করে খাবার নিয়ে, হত্যাকারী।


কাপড়চোপড়,
এটা চরমভাবে ধর্ম মেনে চলে
এর জন্য যুদ্ধ বাধে, রক্ত ঝরে
পাগড়ি টুপি শেরওয়ানি পাঞ্জাবি আর প্যান্টের রহস্য আজগুবি!


জ্যান্ত লোকেরা খ্যান্ত দ্যাও
ভাত তরকারি আর কাপড় চোপড় নিয়া ভাগাভাগি!
চিরতরে বন্ধ কর
কার লাভের গুড় কোন পিঁপড়ের কামড় খাবে শুনি?