ভাত


বাচ্চু ব্যাটা এত খাঁটে
কপালে তবু ভাত না জোঁটে
গল্পে তার মদিনা ফাঁটে
হাড়ি-পাইল্লা কুত্তায় চাঁটে।।


মাছ ধরে তিস্তার ঘাটে
সপ্তায় দুদিন যায় সে হাটে
তবুও ভাত যায় না পেটে
যদি কিছু হয় এবার পাঁটে।।


পাঁটের বাজার গেলো ঘেঁটে
কপালে তার কিছুই না জোঁটে
বউটা সুন্দরি, তবে ছিল বেঁটে
এমনি করে সময় গেলো কেটে।।


বয়স যখন আঁশির বাঁটে
কষ্ট জাগে মানসপটে
কিইবা পেলো জীবনভর ছুটে?
প্রশ্নের কোন উত্তর ও না জোঁটে!


শুয়ে আছে ময়লা খাঁটে
জীবন নদী শুকনো ঘাঁটে
এভাবেই তার জীবন গেলো কেটে
যেভাবেই হোক দেবে দুনিয়া ছেঁটে ।।


= কোয়েল =