***
প্রথম যেদিন বলেছিলি," তোকে বড় ভালবাসি"
চারিপাশটা ছিল শুনশান, ছিল মুখে মিষ্টি হাসি,
সেই হাসিতে গেছি ফেঁসে, পড়েছি গলায় ফাঁস
কষ্ট এখন সঙ্গী আমার, প্রিয় বন্ধু বারোমাস,
কষ্ট ছাড়া এখন আমি, বড় একলা অসহায়
কষ্ট ছাড়া বাঁঁচব না আর, বেঁচে থাকা দায়।।


এখন আমি কষ্ট শিল্পী, কষ্ট করি চাষ
কষ্ট নিয়ে বেঁচে আছি, কষ্টেই বসবাস
তোর কথা পড়লে মনে, পাইনা আমি কষ্ট
জেনে রাখিস তোরই জন্যে, হয়েছি আমি নষ্ট
কষ্ট এখন সঙ্গী আমার, কষ্ট প্রিয় সাথী
কষ্ট ছাড়া এখন আমি, একদিনও না বাঁচি।।


পুরনো সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে
নিকোটিনের ধোয়ায় আমার হৃদয়টা যায় পুড়ে;
বুকের মাঝে মাথা গুঁজে, দিয়েছিলি কথা
ভালবাসিস আকাশ সমান, দিবিনা তুই ব্যথা
সেই তুইই আজ আছিস সুখে, ভাসিয়ে অকূলে
এখন আমি ছন্নছাড়া, নেই কেউ আর একূলে।।


২৩.০৯/১২.০৯.২০১৭