সত্যি বলছি!
আমার সাথে ভীষণ অন্যায় হচ্ছে-
ঘোরতর অন্যায়!
সে আমাকে ঘুমোতে দেয়না!
রাত গুলো গভীর চিন্তামগ্ন করে!
কিছু করতে গেলে বাঁধা দেয়!!
আমি বলি কাজে যেতে হবে-
সে আমাকে লং ড্রাইভে নিয়ে যায়!
কখনওবা আমি হাটতে চাই -
সে আমাকে গাছে তুলে দেয়!
আমি যদি ছুটতে চাই -
সে আমাকে রবীন্দ্র সংগীত শোনায়!
বিকেলটা কোথায় একটু আরামে কাটবে -
সে আমাকে বাগান,ফুল, নদীর ঢেউ দেখায়!
সকালটা অলস ঘুমে কাটাবো তার জোঁ নেই-
সে আমাকে দূর্বাঘাসে শিশির দেখায়!
পাখির কিচিরমিচির, হাঁস-মুরগীর মাতৃভাষায় রচিত কবিতা শোনাতে থাকে!
আমি সামনে যেতে চাইলে -
সে পেছনে টানে!
যা'ই করতে যাই না কেন -
সে উল্টোটা করায়!
একটা বিস্ময়কর গোলকধাঁধা চলছে!
তার স্পর্ধা দেখে জ্বলে যাই-
যদি মুখ-হাত-পা বেঁধে দিতে পারতাম!
আমার মাঝে থেকে আমাকেই শাসন করছে!
তার নামে একটা অপশাসন মামলা ঠুকে দেয়া যেতে পারে-
কিন্তু তাকে কিছু করতে পাচ্ছি কি?
নাহ, পাচ্ছি না!
ভেবে কূল পাইনা- আসলে সে কে?
নাম ধাম কিছুই তো জানিনা!
তাকে যদি একবার ধরতে পারতাম.........


১৭ আগস্ট ২০১৭
০০.৪৩