খেলছে যে আজ মাটির পরে
করছে কাদাজলে লুটোপুটি স্নান;
দুদিন পরেই সেই শিশুকে
ছেড়ে দিতে হবে স্থান।।


আজকের শিশু আগামীর ত্রাণ
মানতে পারে না যে জন;
তার তরে আর বলব কিরে
হতে পারে না সে মহৎজন।।


সুকান্তরা ফিরে আসে বারবার!
ভাঙিয়া আসে, বাঁধিতে নতুন গান;
বয়সের ভাড়ে ন্যুব্জ যারা -
নিত্যনতুন অজুহাতে কতশত আস্ফালন।।


বৃদ্ধ তুমি জেনে রাখ, কেউ নয় অবিনশ্বর
ক্ষণজন্মা শিশু দিয়াই - জগত পালেন ঈশ্বর;
তুমিও একদিন শিশুই ছিলে- পলকে হওনি বুড়ো
তবে কেন মনের ভিতর ঘর বেঁধেছ কুঁড়ো?


মনের মাঝে আছে যার চির তারুন্য
সেই মানুষই হয়েছে মহান, হয়েছে বরেণ্য ;
তরুনের মাঝে যদি - নিজেকে খুঁজে পাও
তবেই তুমি চিরযৌবনা, বয়োবৃদ্ধ নও।।


০০:৫২/১৭-৯-২০১৭