হররোজ কবিতার আসরে
বসি না
তোষামুদে কবিদের বাজারে
ঘেঁষি না
পান্ডুলিপি নিয়ে রোজ এধারওধার
চষি না
প্রকাশকের হাড়িতে পোষালো যার, তার ধার
ধারি না!
সম্পাদকের পায়ের কাছে কাচুমাচু মুখ গুঁজে
থাকি না
ঐ নেতানেত্রীদের-পুত্রকন্যাগণ নমঃনমঃ মহামান্য
ভাবি না
অন্ততঃ একটি কবিতার মতো কবিতা লিখতে চাই, দূরছাই
পারি না
প্রত্যহ ঘন্টা বাজাই, পূজার্হে কলম নিয়ে ঘুরঘুর করি বটে
লিখি না
দুটি চোখে হররোজ কতকিছু দেখে যাই, অসহায় চাহনিতে
দেখি না
যাহারা অনায়াসে ভাঙেন দুর্গমতা, সেই শাণিতের অন্তিম নীরবতা
ভাঙ্গে না
একই আশায় জেগে উঠি প্রতিদিন রোদ হয়ে আকাশে, আশাটা
পুরে না
নিপীড়িত শিশুদের পিতা কিংবা নির্যাতিত মায়েরা উঠবে জেগে
জাগে না!
তাহাদের এই শৈল্পিক নীরবতা, ভাঙ্গে না
আর তাই অহেতুক কোনো কিছু লিখি না
কেউ কেউ কবি বটে
ঘেউঘেউ করে ওঠে
আমি কেন কতকিছু লিখিনা?
কেন যেন এতকিছু, পারিনা!
তাহাদের নীরবতা
ভাঙ্গে না
কবিদের নীরবতা
চলে না...