তিস্তা


তিস্তার পাড়ে বাড়ি সখি
মোর তিস্তার বুকোত ঘর
সারা বছর থাকে না সখি
তিস্তার চিকিমিকি বালি চর।।


প্রতি বর্ষায় ভাংছে সখি
তিস্তার দুইটা পাড়
ভাঙ্গনে পড়ি যায় তলায়া
মোর গোছানো সুখের ঘর।।


স্বপন কত দেখলাম সখি
দিবা রাতি খুলিয়া আখি!!
ঘড় বাড়ি আর নাইরে সখি
কোথায় তোরে আনিয়া রাখি?


১২-৮-১৭


তিস্তা-২


হামরা তো আর
চাইনা পানি- চাইনা গজলডোবা
ভারত সরকার পাইছে হামাক
ভীষণ হাবা-গোবা!!


তোমরা কেমন বন্ধু হামার
কেমন তোমার হিয়া
প্রতিবছর মারেন হামাক
বন্যার পানি দিয়া।।


ঘর দুয়ার গেল ভাসিয়া
নাই মাথা গোঁজার ঠাই
চারিদিকে অথৈ পানি
হামরা কোন্ঠে যাই!!


তিস্তাবাসী ওঠো জাগিয়া
নাইরে সময় নাই
বর্ষাকালে যাই ভাসিয়া
শুকনাকালে পানি নাই!!


চৈত্রমাসে ছাড়েনা পানি
শুকনাতে যাই মরি
বর্ষা কালে পানি দিয়া
হামরা কিকাজ করি?


১২-৮-১৭