-
মন আজকাল নিজের কথা শুনছে নারে!
তোর কাছে ছুটে যেতে চায়।
হারিয়ে যেতে চায় তোর  চোখের মায়াজালে।
তোর চলে যাওয়া পথে এখনো চেয়ে থাকে নির্নিমেষ
যদি কখনো ফিরে এসে খুঁজিস আমায়।
এখনো রাত গভীরতা পায় -
তবে ঘুম যেন হারিয়ে গেছে কোন দূর অজানায়
নিকষ রাতের আধারে এখনো মন তোকেই খোঁজে।
বর্ষা ভেজা কোন আধার রাতে যদি ডাকিস আমায়!


মন বড় বিচিত্র আচরণ করছে ইদানীংকাল
মনে সুখ নেই, ভালবাসার দারুণ আকাল।
চৈত্রের কোন অলস দুপুরে ফিরে আসিস যদি!
মন খোঁজে, তোকে খোঁজে-
এখানে, ওখানে, চিঠির খামে, মাটির পুতুলবউয়ে
তুই কি আসবি ফিরে কোন এক হেমন্তের নবান্নে!
মনে আজ ঝড় বয়ে যায়-গোপনে, নীরবে, নিভৃতে
আজও ডানা ঝাপটায় কদম গাছের ডালে আবডালে
হয়ত ফিরে আসবি কোন বৈশাখের সকালে!


সত্যিই মন বড় বেয়াড়াপনা করছে আজকাল
লেপ কাথা মুড়ি দিয়ে আর ঢেকে রাখা যায়না
পৌষের শিশিরবিন্দু মাঝেমাঝে ঝরে যায় অকারণ!
মন তোকে ফিরে পেতে চায়-
তুই কি আসতে পারিস না ফিরে?
চলে আয় কোন হাড় হিম করা শীতের সকালে,
মনাকাশে সকালের লাল সূর্য হয়ে উঠে আয় -
মন তোকে ভালবাসতে চায়।