বিদ্যা তারে দেয়নি বুদ্ধি, দিয়েছে অগাধ জ্ঞান,
দুষ্টবুদ্ধি আর জ্ঞানের ভারে, সে হয়েছে অজ্ঞান।
তেলবাজি, চামচামি, চাটুকারিতায় ভরা তার দেহমন,
সাধু সেজে আছে বসে,  হয়েছে মহাজন।


স্বরস্বতী নয়, মহাপতি তারে দিয়েছে সিংহাসন,
জগতে তার নাইবা থাকল কোন মানসম্মান।
জ্ঞানীগুণী নয় সে, নয় মহৎ জন,
তার নির্বুদ্ধিতা দেখে হতাশ আমি, দুমড়ে ওঠে মন।


          তার তরে জ্ঞান, করো তুমি দান-
হে মহামহিম,  রহিম, রহমান।