অনুসন্ধানী পথিক
                  পথের মাঝেই আছে
                    চলে যাচ্ছে বহুদূর।।

               পথিক ছুটে চলে-
                         পথ সাথেই চলে
                 সূর্য তার সঙ্গী হয়ে যায়
             মাঝেমাঝে গতিপথ বদলায়
             কারণেঅকারণে বদল হয়।
            চাঁদ তাঁরা মেঘ বন্ধু বনে যায়
             ভোরের শিশির পা ধুয়ে দেয়
         ঝরঝর বৃষ্টিতে পদচিহ্ন মিলিয়ে যায়
             মণিমুক্তাদি সেখানেই পড়ে রয়!
              পথিক এখন যেখানে দাঁড়িয়ে
                সেখানে পথের শেষ হয়।।


                    অনুসন্ধিৎসু পথিক
                মাড়িয়ে পথের শেষতক
                 তবুও খোঁজে নতুন পথ
                জীবন মানেই চলমান রথ
                   পথিক এখন পথিকৃৎ
                সে জানে জীবনের গীত
            "জীবন মানেই থেমে যাওয়া নয়
           শেষপ্রান্তে দাঁড়িয়ে শুরু করতে হয়"


               পথিক চলেছে ছুটে
                          নতুন পথের সন্ধানে।।
              
                  
।। প্রিয় বাল্যবন্ধু Moshiur Rahaman Mamun এর জন্মদিন এর উপহার স্বরুপ এ ছোট্ট নিবেদন।।     ১৩:১৬-১৭/১/১৮
ইবনে মিজান