মুখাগ্নি হয়ে গেছে
          চিতাটাও জ্বলে খাক
            শুধুমাত্র অস্থিটুকুই দৃশ্যমাণ!
               ঠিকুজিকোষ্ঠীটাও অক্ষিসমুখে বিদ্যমান!!


    ভগবতী; ভাগ্যবতী কন্যা, ভগবানের আশির্বাদপুষ্ট
    দীর্ঘ জীবন আর প্রেমময় নিয়তিপ্রাপ্ত চতুর্দশী কন্যা!
    তারতো এখনি স্বর্গে আসার কথা নয়!
    ঠিকুজিকোষ্ঠী সেও তো মিথ্যে নয়!
    তবে কি তুমি মিথ্যেবাদী ভগবান?
    না! না! না!
    সেটা হতেই পারে না! ছিঃ ছিঃ ছিঃ!
    কি ছাইপাঁশ ভাবছি?
     আমায় ক্ষমা করো ভগবান!  তুমি সত্য
     তবু কেন ভগবতীর স্বর্গপথ আগমন?


   বিবেকানন্দ ঠাকুর; তার পিতা ভগবান
   পুড়েছে  লালসায় আর জ্বলেছে লেলিহান
    কোনক্রমে কন্যা করে নি সুমতি দান!
শেষমেশ -
     মন্দভাগ্য আর নিয়তির বাঁধন ছিড়ে
     চিতার আগুনটাই নিয়েছে ভাগ্য করে!
     তবে কি পিতা আজ কামাতুর ভগবান?


               বে আব্রু হয়েছে সীতা
               খুব গোপনে বিসর্জিতা
             পিতৃরূপে জিতেছে রাবণ
           কিছু জানতেই পারে নি রাম!
       আজ কে পিতা আর কেইবা ভগবান?