চলমান হত্যাকান্ড কিংবা অপমৃত্যু!
আমি এতটুকু শোকাহত নই!
এসব দেখলেই-
এখন আমার হাসি পায়
খুউব হাসি পায়....!
এ হাসিতে লজ্জা নেই।


তবে-
এই লজ্জা কার?


এই লজ্জাতো আপনার
লজ্জা এই জাতির
লজ্জা এই দেশের
লজ্জা সমগ্র পৃথিবীর
এই লজ্জা স্বয়ং ঈশ্বরের!


মৃত্যু দেখে কাঁদি না আমি
চোখের জলে পুড়েছে অন্তর
হে প্রিয়,
আমি জ্বলন্ত অঙ্গার
চোখে জল আসেনা যার!!


সেদিন যে সন্তানটি ছিলো-
সেটি কার?
সেকি শুধুই আমার!
হ্যাঁ, শুধু আমারই ছিলো বৈকি!
নয়তো -
বুকভাঙ্গা আর্তনাদ আর স্বকরুণ যন্ত্রণায়
ডুকরে কেঁদেছি সেইদিন-
চিৎকার করে ডেকেছি কতশতবার!"
তোমরা কেউই আসো নি একটিবার!!
চুপটি করে ছিলে একদম;
একেবারে চিন্তাহীন সভ্য সুশীল।


কেন তবে আজ-
তোমাদের কান্নারত চোখ
বেদনাব্যঞ্জক বানী!
করুণা আসেনা মনে
শুধু হাসি পায়......
ভেবে দেখো -
যদি সেইদিন......
শুধু একবার,
শুধু একবারমাত্র রুখে দাঁড়াতে!


আজ আবারও বলছি-
হে চিন্তামণি সুশীল,
ছুঁড়ে ফেলো প্রাণভয়
গড়ে তোলো অবরোধ
খঞ্জর হাতে নিয়ে
তুলে নাও প্রতিশোধ
শত্রুর ওই বুক
এক কোপে চিড়ে দাও।


যদি আজ না পারো!
তবে আর কখন?
যখন চোখের নদী শুকিয়ে যাবে, তখন?
জেনে রেখো -
তখন আর কোন মৃত্যুই তোমাকে কষ্ট দেবে না!
হাসি পাবে শুধুই হাসি....!