মা, তোর চোখে জল কেন?
কেন বইছে ফক্ষুধারা।
একটি পতাকা, আর একটি মানচিত্র চেয়েছিলি,
বলেছিলি পতাকাটা পেলেই সব দু:খ ঘুচে যাবে,
পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লিখিত  হবে
এক সফল জননীর স্বার্থক নাম "বাংলা"।


জয় বাংলা মন্ত্রেমুগ্ধ হয়ে -
তোর সকল সন্তানেরা মিলে যুদ্ধে গেলাম;
আমার ভাইয়েরা বুকের তাজা রক্ত দিল,
বোনেরা ধর্ষিতা হয়ে বীরাঙ্গনা নাম নিল!
শতসহস্র বিপদসংকুলতা তুচ্ছ করে-
অতন্দ্র প্রহরীর ন্যায় জেগেছি আমরা,
বীরদর্পে রক্তক্ষয়ী যুদ্ধ করেছি নয়টি মাস।


সেদিন ১৬ ডিসেম্বর, যেদিন ফিরে এসেছিলাম-
হায়েনার শৃঙখলমুক্ত করে, ছিনিয়ে এনেছিলাম
এই পতাকা, এই মানচিত্র।
নতজানু হয়ে পতাকাটা তুলে দিয়েছিলাম তোর হাতে,
গভীর মমতায় বুকে জড়িয়েছিলি, ছুঁয়ে দেখেছিলি বারবার,
পতাকায় তোর সবুজ বরণে শহীদের রক্ত-
মিলেমিশে গাড় লাল-সবুজ রং ধারণ করেছিল;
অত:পর উত্তোলন করেছিলি রক্তার্জিত -
লাল-সবুজের পতাকায় মানচিত্র।
তোর শহীদান সন্তানের বিদেহী আত্মা -
শান্তি পেয়েছিলো মা, শান্তি পেয়েছিলো;
সেদিন থেকেই পতপত করে উড়ছে তোর বিজয়কেতন,
এ কেতন উড়বে ততকাল, যতকাল রবে এই মহাকাল।


মা,
তোকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে এই পতাকা,
দিয়েছে স্বাধিকার-গণতন্ত্র, ভাত ও ভোটের অধিকার।
তোর তো সুখেই থাকার কথা,
তবুও তোর চোখে জল কেন?
তোর চোখে জল কেন?
মায়ের চোখে জল কেন?


১৯:০৮
৩-১২-২০১৭