খুচরো পয়সায় কিনছি নারী
                ওজন পোয়া কিংবা সের
          এমনি করে গেল কতযুগ
                পায়নি তো কেউ টের!


         নারী সেতো ফুলের মতন
                 মন যেভাবে চায় ছিঁড়বি
        কিছু নারী অন্য মতন!
                তাঁদের হিসেব করেই চলবি।


        নারী আবার মানুষ কি রে?
                 কেবা তারে বলছে মানুষ!
        যেমন খুশি ওড়াও নারী
                  সেতো অনেক মজার ফানুস!


          একটু বুদ্ধি খরচা করে
                     দিবি নারী মুক্তির ডাক
            হাঁক ফুরোতেই দেখবি চেয়ে
                      চারদিকে নারী ঝাঁকেঝাঁক।


             উঁচুতলার বাবু যত সব
                     কিছু আছে আমার সাথে
             নারী যদি করে প্রতিবাদ
                       সে নিজেই পড়বে ফাঁদে!


              ওরে মদন করিস না ভয়
                       তুই চালিয়ে যা নিশ্চিন্তে
               ফুলের মধু চুষেই নিবি
                      যেন থাকেনা আর বৃন্তে।