শহরের প্রতিটি ল্যামপোস্ট জানে রাতের বিশ্রামহীন ভ্রমণ,
কতবার তারা আলো না দিয়ে অবরোধ করেছে আমায় থামাবে বলে,
তারা পারেনি আমার বিপক্ষে জয়ী
হতে!
প্রতিটি রাস্তা পদদলিত হয়েছে তোমার খোঁজে,
আধাঁরের দৃশ্যকে উপেক্ষা করে হেঁটেছি এক শহর শেষে অন্য শহরে!
কোনও শহরে তোমার দেখা পায়নি ।
কত দুপুর আমায় ভিজিয়ে দিয়েছে বিষাক্ত ঘামে,
গাছের ছায়াও তার ছায়া তুলে নিয়েছে রোদের আলিঙ্গনে!
পথের কিছু বালিকণা হঠাৎ তীর নিক্ষেপ করেছে নগ্ন পায়ে,
তবুও তারা সক্ষম হতে পারেনি তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করতে,
তবুও আমি চলেছি প্রতিটা পথ তুমি প্রতীক্ষা করবে বলে ।
বৃষ্টির উৎসব রুখতে চেয়েছিলো আমার যাত্রা;
ভ্রমণ পথের মাটিকে বশ করেছিলো আমাকে ক্লান্ত করে বিশ্রামে জায়গা দিতে,
অলিগলিতে কারফিউ জারি করে রেখেছিলো বন্যার জল,
তবুও আমি ব্যাকস্পেস স্পর্শ করিনি ভীত হয়ে,
আমি বৃষ্টিকে উপেক্ষা করে তোমাকে খুঁজি;
আমি রোদকে মোকাবেলা করে তোমার উদ্দেশ্যে পা বাড়াই,
ক্লান্তির সাথে আমি আপোস করিনি তোমার কাজল বর্ণের চোখ দুটি কল্প করে,
প্রতীক্ষার প্রতিটা দিনের শেষ বয়সে মনে হয়-
আর একটু পর আমাদের স্বাক্ষাত, চোখের পাতায় আর একটু পর আমরা সংসার আঁকবো,
এমন বিশ্বাসে একটু একটু করে আমি প্রতীক্ষার দূরত্ব পিছনে ফেলে আসি ।