কিছু সম্পর্কে যোগ-বিয়োগের হিসেব নিখোঁজ থাকে;
অভিযোগ নামক শব্দেরও জন্ম হয় না,
যেখানে কোনও স্বার্থেরও আসন থাকে না,
যেখানে খুনসুটি থাকে প্রিয় আকারে,
যেখানে অবহেলা কিংবা বিদ্রোহের সিলেবাস থাকে না,
যেখানে এক টুকরো অন্যায়ও আলোচনার বিষয় হয় না!
যেখানে বিপদের মাইল মেপে মেপে সমাধান করা হয় নিঃশব্দে,
ভুল কিংবা অভিমান কেবলমাত্র সেখানে অতিথি;
এমন অসুখগুলো প্রেসক্রিপশনে নামও তুলতে পারে না!
এমন সম্পর্কে রাত নেই;
ব্যবহারে বিজলী শব্দ নেই,
বিষয়বস্তুর বানানে ভুল নেই,
এমন সম্পর্কে বেঁচে ছিলো অতীতেরা;
বর্তমানও বেঁচে আছে এমন পবিত্র বন্ধনে,
ভবিষ্যতও গেঁথে নেবে এই গ্রন্থ ।
শুধুমাত্র একটি শব্দ নিয়ে এর পরিচয়;
যার যুক্তাক্ষর গুলো পৃথিবী ধ্বংস অব্দি নিখুঁতভাবে রাজত্ব করবে,
আর তার জন্য প্রয়জন-
"শুধুমাত্র দু'জন বিশুদ্ধ ব্যক্তি।"