কেউ তোমার কপালে হাত বুলিয়ে বলতে চায়;
এই শহর তার একার,
যার আপাদমস্তক হবে তার অধিকার।
তোমার কপালে টিপের পবিত্র বুকে তার অধিকার হোক চুমুর!
কিংবা কপালে টিপ না গেঁথে;
তার ঠোঁটের জায়গা রেখো।
প্রেমিকার নামে তার কোনো অতীত নেই,
আছো কাজল চোখের তুমি; প্রিয়তা!
যার ঠোঁটের নিচের ডানে একটা তিল,
যেখানে স্পর্শ হচ্ছে তার প্রিয় অসুখ!
মন খারাপের পাতায় বর্ণমালার ওজন ভারী হলে-
প্রিয় ফুল কদমে গুঁজে দিবো কোনো বিকেলে,
খুব অভিমানে নেমে আসবে আলো,
ভুলে যাবে জ্বরের ভয় বৃষ্টি ফোটায়;
হেঁটে যাবো শহর মাড়িয়ে অন্য শহর তোমার আঙুল ছোঁয়ায়!
কাজল চোখের তুমি;
অভাবের সংসারে কুড়েঘর হবে আমাদের নির্ভরযোগ্য বাসস্থান,
দূরে কোথাও যেতে চাইলে;
বাহানার স্বরে তোমার প্রথম উচ্চারণ হবে-
জ্বর ছুঁয়ে যাচ্ছে তোমার শরীর!
আমি কপালে হাত বুলিয়ে দেখি দূরত্বের ভয়ে কাঁপছো তুমিনামা,
চোখে তাকিয়ে দেখি;
দৃষ্টির আড়ালে শোক নেমে আসে আমাদের সংসারে।