নীলাম্বরী,
আপনার চোখে অধিকার নেই জেনেও;
আমি তাকিয়ে থাকি একজোড়া চোখে,
আপনার কপালে টিপের বসতি হটিয়ে-
শুরু হোক ঠোঁটের বসবাস ঘুমভাঙা এক ভোরে।
আপনার খোলা চুলে স্পর্শ রেখে
আপনার কাঁধে মাথা গেঁথে
মুছে ফেলবো মন খারাপের অসুখ,
আপনার আঙুলে আঙুল চেপে
হাসিতে আপনাকে তুলে
বিছিয়ে রাখি আপনার অপেক্ষায় এই বুক!


এভাবে মুখোমুখি দু'জন;
চায়ের কাপে দুটো হাত,
প্রথম স্পর্শ,
চোখ নড়ছে না, ঠোঁট নিশ্চুপ,
আঙুল ছোঁয়ার কম্পনে নিভে যাচ্ছে চায়ের ধোঁয়া,
ছুঁয়ে নিচ্ছি জমানো অভিযোগ,
ছুটিতে যাচ্ছে ক্লান্ত অভিমান,
চায়ের কাপে দু'ঠোঁটের একটান!