একদিন একটা অনুনয়ে তোমার সামনে দাঁড়াবো;
সেদিন নিজের পরিচয়ে যোগ করবো 'প্রেমিক' নৈমিত্তিকাকারে!
বৃষ্টির অশ্রুতে ডুবে থাকা চুলের পাতাগুলো তোমার শাড়িকে চুষে নেয়ার আবেদন করবো,
চায়ের দোকানে হবে আমাদের প্রথম বৈঠক;
আমার এঁটো করা চায়ের কাপ তোমার করে নেবে লাইটার খোঁজার দৃশ্যে,
সিগারেট ধরানোর চেষ্টা গিয়ে থামবে তোমার কপালের বাঁকা টিপে!
তোমার মৃদু ধমকে মাটি স্পর্শ করবে জন্মহীন ধোঁয়া;
আমি অনুমতিহীন ছুঁয়ে দেবো তোমার কপালের টিপ ।
রবীন্দ্র সঙ্গীত তোমার প্রিয় জেনেও;
তোমার কণ্ঠে শুনতে চাইবো সুনীলদার 'ভালবাসি' আমার প্রিয় কবিতা!
বর্ষার কোনো এক বিকেলে প্রেমিকের দলিলে তোমার সামনে এসে দাড়াবো;
নীলাম্বরী ।