চুল তার
কবে কার?
খুলিয়াছিলো বেণি!
কে তার?
বানিয়েছিলো দুঃখের পাহাড়,
দেখিয়া তার মুগ্ধ চাহনি-

চোখ তার
ছোট নীলাকার,
অচিনপুরের হরিনী!
ভ্রু তার চাঁদের পাহাড়
বাগেরহাটের রমণী-

ঠোঁট তার
গোলাপের বাহার,
তাজা বেলির পাপড়ি!
হাসি তার মুক্তার পাহাড়
দেখিয়া কাটে দিন-রজনী...