ব্রহ্মপুত্রের মেয়ে,
যেদিন তোমায় দেখেছিলাম
সেদিন থেকেই তোমাকে  করে নিলাম আমার দখলে!
বাসা থেকে মন্দির, মন্দির থেকে কলেজ পথ সবকিছুই ছিলো আমার কবলে
রোজ সকালে বাসস্টপে দাঁড়িয়ে থাকতাম তোমাকে দেখার ছলে।

তোমার কুচি দেয়া শাড়ী চোখে পড়া কাজল কপলের টিপ আর মাঝরাতের চাঁদের কিরণের মতো হাসি,
এসব দেখেই পড়েছিলাম তোমার প্রেমে মনের ভুলে!
কে জানতো এতো সুন্দর পরী এসে জুড়ে বসবে আমার শহরে।

বিল্টুর কাছে শুনেছিলাম জোনাকি নাকি তোমার খুব প্রিয়,
আর সেদিন রাতেই জোনাকিপোকা বৌয়ম ভরে রেখে এলাম তোমার জানালার কাছে;
তার ভিতর চিরকুটে লিখে দিয়েছিলাম ভালোবাসি ব্রহ্মপুত্রের মেয়ে-

আজ কত জোনাকি এসে ভীড় জমায় আমার শহরে,
শুধু তুমি নেই কাছে ব্রহ্মপুত্রের মেয়ে
২৩শে ফাল্গুন রাত দশটা বিশ মিনিটে তোমাকে হারিয়ে ফেললাম,
আমি মুসলিমের ছেলে বলে!
তারপর তোমাকে ছাড়াই কাটিয়ে দিলাম ৫টা বছর জোনাকিদের সাথে।


কোথায় আছো? কেমন আছো? জানা নেই আমার
তবে মধ্যরাতে তাহার কাছে হাত বাড়িয়ে চাই
যেখানে থাকুক ভালো থাকুক ব্রহ্মপুত্রের মেয়ে!