রোদ শুকানো অন্তর্গত তাপ বেদনা বিভ্রাট সমুদ্র চূর্ণ রাত,
দেখতে চাই তোমার শঙ্খিনী স্তন মলিন গন্ধ- পাহাড়ের করুণ ঢাল পাঁজর ভাঙার নৈঃশব্দ্যিক চুম্বন!

এখন নেমে আসলো মধ্যরাত,
ক্রমে ক্রমে নেমে আসি তোমার হাঁটুতে!


জ্যোৎস্নার গন্ধে মুছবো ক্লান্তকর অমাবস্যা-
তোমার মাংসল নাভী, ও মদ- ঠোঁটে রেখে হিরোয়িন।
অন্ধকারের মতন ক্রমশ দগ্ধ সৈন্য শিরায় শিরায় তীব্র রিভলবার হেঁটে যায় আরও গভীর পথে-

মস্তিষ্কে তোমার মাদকতা রেখে,
আমি নিঃশেষ হয়ে যায়
আমি হারিয়ে যায়
আমি হেরে যায়
আমি নুয়ে যায়
তোমার মাংসপিণ্ডের জরায়ুতে জল মেখে-