চুল তার
কবে কার?
খুলিয়াছিলো বেণি!
কে তার?
বানিয়েছিলো দুঃখের পাহাড়,
দেখিয়া তার মুগ্ধ চাহনি-

কে জানে? কোন রূপে!
দেখিয়াছিলো তাহাকে
কোন পথে?
কোন বাঁকে,
অপেক্ষায় থাকে বসে অপলকে-

কে কাঁদে? কে সাঁঝে!
বালিশ ভিজে নিরবে
কে যায়?
কে আসে,
মরার ডাহুক উড়ে গেছে

কে নাঁচে? কে লিখে!
বাউল বেসে
কবির দেশে
মরার ডাহুক মরে গেছে
আর আসিবেনা ফিরে
শালিকের ধরনীতে।