ইদানীং-
তাড়াতাড়ি ঘুমায় যায়
রাত্রি জাগা হয় না
কত দিবস রজনী ফুরায় গেলো,
তোমারে পানাহার করি না!

কি আশ্চর্য!
চোখের সামনে উদোম তুমি
অথচ তোমারে দেখি না,
সরিষার তৈলের মতো তৈলাক্ত তুমি;
শীতের কাঁপুনে গায়ে মাখি না-

বুঝো না?
দূর থেইকা তোমারে দেখি
কবিতার অনুভবে তোমারেই ডাকি,
নিশিযাপনে ঠোঁটে ঠোঁট রাইখা আদর মাখি।

শোন,
তবে হেঁ ষোড়শী মৃগনাভির উর্বশী
খুলিয়া দাও তোমার ধরনী
সুখে বুক পুড়েছে মনমোহিনী
তোমাকে না পাওয়ার যন্ত্রণা!

তবে জেনে রাখো সুকন্যা?
আকাশ কুসুম পাহাড় ভেঙে
তোমার যোনিপথ জুড়ে থাকবে আমার আরাধনা-