রিদমা মেহজাবিন ইজনা
আপনি হারিয়ে যাওয়া বাউলের ছেড়া কন্ঠের সুর-সুরঞ্জনা
আপনার শূণ্যতায় কেটে যায় দিন
চলে যায় সময় বেড়ে যায় দীর্য পথ
রাত শুরু হলেয় নেমে আসে বা-পাশের যন্ত্রণা-

আহা! কি নিদারুণ এ যন্ত্রণা
রিদমা মেহজাবিন ইজনা
চোখে বেয়ে নেমে আসে কৃষ্ণচূড়া ফুল
ঠোঁটের কোণে লেগে থাকে সিগারেটের মূল
মাঝরাতে আপনাকে নিয়ে লিখতে গেলেই
শুরু হয়ে যায় স্বরবর্ণ থেকে ব্যঞ্জনবর্ণের ভুল

এ তৃষ্ণাতুর জীবন মরুভূমিময় হৃদয়
আপনার ছায়াতল পাওয়ার জন্য
মরিয়া হয়েছে ব্যাকুল-
নিশাচর একটা পাগলের কাছে
আপনি ভোরের ফোঁটা প্রথম ফুল!

রিদমা মেহজাবিন ইজনা
বার বার ভেঙে যাওয়া ক্যানভাসে
শিল্পীর রং তুলিতে আপনি আলপনা
কবির কলমের খাতায় মাঝরাতের পাতায়
চোখ বুঝে থাকা নিমজ্জিত বিরহী কল্পনা

আপনাকে না লেখায় না আঁকায়
শিল্পীর মুখ হয়ে যায় মলিন
হিমশিম যেন পৃথিবীর সব সৌন্দর্য
আপনার এক দেহে হলো এসে লীন
পৃথিবী আপনাকে না পেলে হয়তো
হতো না তার সূর্য নক্ষত্র বিস্তৃত
সবকিছুই যেন থাকতো বিলীন
আপনার কাছে পৃথিবীর থেকে গেলো
আজন্মকালের এক বসন্তের ঋণ!

রিদমা মেহজাবিন ইজনা
না পাওয়ার ভীড়ের মাঝে
আপনাকে পেয়ে গেলে হয়তো মন্দ হতো না-