তুমি একদিন আমার বিছানার শিথানে পৈথানের কবিতা হয়ে যেও,
আমি হবো সেদিন তোমার খোঁপায় বাঁধা নজরুল!
চোখে চোখ রেখে মনের দরজায় খিল মেরে
বিষাদ গায়ে ফুল মেখে
আমি শুধরে নিব জীবনের করা সব ভুল।

তুমি হয়ে যেও,
এ বিষণ্ণ নগরীর দুপরের সুনীল আকাশ;
আমি হয়ে যাবো মধ্যরাতের মন খারাপের জীবনানন্দ দাস-
তোমারে পেয়ে গেলে দু'ভিগা জমিতে করবো এক মুঠো সুখের চাষ।

তুমি হয়ে যেও,
মেঘলা দিনে একলা ক্ষনে মন খারাপের উঠোনে
নবীন বাউলের ভাঙা গলার দো'তারার গান,
তোমার তরে চিবুক চিড়ে হয়ে যাবো আমি নিঃসঙ্গ প্রিয় আবুল হাসান-

তুমি হয়ে যেও,
বদ-নজর যাদু-টোনা আছরা থেকে বাঁচা;
গলায় ঝুলে থাকা কুরআনের আয়াতে লেখা তামার তাবিজ!
এ ভূবনে তোমারে না পেলে হয়ে যাবো আমি কষ্টের ফেরিওয়ালা হেলাল হাফিজ।