অবিনাশী প্রেম ছিল বুকে
ছিল যমুনার জল,
পরবাসী হৃদয় আজ
বন্দী দেহের খাঁচায়।


ঐখানেই সব ছিল একদিন
এখানে কিছু নেই আর,
আছে কিছু আধ ময়লা নোট
আর খুচরো পয়সার হিসেব।


রাত গভীরের উন্মাতাল প্রেম
শরীরে যতই এঁকে দিক
প্রজাপতি সুখ,
আকাশ বেয়ে নেমে আসা
নক্ষত্রের আলোক চুম্বনের চেয়ে
শিহরণ নেই আর কিছুতেই।