ইচ্ছে করে যাই ছুটে যাই
আমার দেশের কোলে,
ঐ মাটিতে মা থাকে মোর
ডাকবে ‘বাবা’ বলে।


ইচ্ছে করে মায়ের হাতের
সর্ষে ইলিশ চাখতে,
ইচ্ছে করে আমার দেশের
ধুলো কাদা মাখতে।


ইচ্ছে করে এই বাতাসে
দম নিই বুক ভরে,
এই মাটিতেই মাথা রেখে
যাই যেন মা মরে।


ইচ্ছে করে নীল আকাশে
মনের ঘুড়ি উড়াই,
ইচ্ছে করে দেশের মাঠে
সোনার ফসল ফলাই।


ইচ্ছে করে পতাকা মোর
উচ্চে ধরে রাখি,
দেশের সবুজ চোখে নিয়ে
লাল রঙ বুকে মাখি।


(১০০ তম কবিতা প্রকাশের জন্য অনেকদিন অপেক্ষা করে ছিলাম, শুধুমাত্র বিজয় দিবসে প্রকাশ করব বলে। এই বিজয় বুক জুড়ে থাকুক আমৃত্যু)